Google Chrome এর কিছু কাজের কিবোর্ড শর্টকাট

বিভিন্ন প্রোগ্রামে একটি কাজ করতে যেখানে ৩বার মাউস টিপতে হয় সেখানে কিবোর্ড দিয়ে সেই একই কাজ নিমিষেই করা সম্ভব। সময় সাশ্রয়ের পাশাপাশি ব্যাপারটা দেখতেও স্মার্ট লাগে। (কম্পু প্রফেশনালদের কিবোর্ডে ওড়াওড়ি তাই বলে ;)। আপনাদের জন্য তাই আজকে হাল আমলের জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম এর কিছু কিবোর্ড সর্টকাট-
Ctrl+T নতুন ট্যাব খোলা
Ctrl+N নতুন উইন্ডো খোলা
Ctrl+W ট্যাব বন্ধ করা
Ctrl+Tab পরবর্তি ট্যাবে যাওয়া
Ctrl+Shft+Tab পূর্ববর্তী ট্যাবে যাওয়া
Ctrl+Shft+T শেষ যে ট্যাবটি বন্ধ করেছিলেন সেটি খোলা
Ctrl+B বুকমার্ক বার শো/হাইড করা
Ctrl+D বর্তমান পেজটি বুকমার্ক করবে
Ctrl+H আপনার ব্রাউজ করা সাইটগুলোর হিস্ট্রি পেজ দেখাবে
Ctrl+J ক্রোম এর বিল্টইন ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করা ফাইল সমূহের লিস্ট
Ctrl++ জুম ইন
Ctrl+- জুম আউট
F11 ফুল স্ক্রীন
Home পেজের শুরুতে যাবে
End পেজের শেষে যাবে
Space bar পেজ স্ক্রল করবে
Ctrl চেপে ধরে কোন লিংকে ক্লিক করলে লিংকটি নতুন ট্যাবে খুলবে। আর কোন লিংক নতুন উইন্ডোতে খোলার জন্য Shift চেপে লিংকে ক্লিক করুন। আমার কাছে ক্রোমের সবচেয়ে কাজের সর্টকাট হল এর এড্রেসবার থেকেই গুগলে সার্চ করার সুবিধাটি। যা চান এড্রেসবারে লিখেই সার্চ মারেন, গুগল খোলার কোন দরকারই নাই! একবার কিবোর্ডে অভ্যস্ত হয়ে যান, দেখবেন আর মাউসে হাত দিতেই ইচ্ছা করবেনা। আশা করি সর্টকাটগুলো সবার কাজে আসবে। জয়তু স্মার্ট ব্রাউজিং

এখানে আপনার মন্তব্য রেখে যান